Chat Messages
হিন্দুরা কেন মূর্তিপূজা করে?
11:00না। হিন্দুরা তো ঈশ্বরের পূজা করে!
11:01কিন্তু, আমরা তো দেখি তোমরা মূর্তির সামনে হাতজোড় করে প্রার্থনা করো? ওই মূর্তি তো কথা বলতে পারে না। নিজে থেকে নড়াচড়া করতে পারে না। তাহলে এরকম মূর্তি কিভাবে তোমাদের প্রার্থনা কবুল করবেন। যে নিজেকে রক্ষা করতে পারে না। সে তোমাদের কিভাবে রক্ষা করবে? আপনাদের প্রকৃত ঈশ্বর কে??
11:02তারপর CCTV ক্যামেরায় ধরা পড়েছে যে সে ওই বজরংবলির গদা হাতে সেই চত্তরে ঘুরে বেড়াচ্ছিল। এই তথ্যের ভিত্তিতেই। পুলিশ তাকে আটক করে।
11:05তাহলে মূর্তি কি কথা বলতে বা শুনতে পারে?
11:07নিশ্চই! এই একই প্রশ্ন যদি আপনাকে করা হয়। মুসলমানরা কেন মক্কার দিকে তাকিয়ে নামাজ আদায় করেন? মুসলমানরা কি কাবা ঘরের পূজা করেন?
11:07না ভাইজান। হজরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাবে আমাদের শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা তাঁর সুন্নত অনুসরণ করি মাত্র। আল্লাহ ব্যতীত অন্য যে কোনো জিনিসের ইবাদত করা হারাম
11:10সেটাই! ঈশ্বর সর্বব্যাপী। তাই যেভাবেই যেভাবে কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করেও তোমরা কিবলার উপাসনা করনা। সেই ভাবে মূর্তির সামনে মাথা নুইয়ে আমরা মূর্তির ইবাদত করি না।
11:12কিন্তু, মূর্তির সামনে যে আপনারা প্রসাদ দেন। সেগুলো তো মূর্তি গ্রহণ করেননা। আর আপনাদের বেদ, উপনিষদই যখন বলছেন, না তস্য প্রতিমা অস্তি" তাঁর কোনো প্রতিমা নেই। তাহলে আপনারা কেন নিজের ধর্মগ্রন্থের কথা অমান্য করছেন?
বাহ, খুব ভালো প্রশ্ন। তাঁর মানে আপনি সম্পূর্ণ বেদ উপনিষদ পড়েছেন। তাইতো? আচ্ছা বলুনতো এই মন্ত্রের আগে বা পড়ে কি লেখা আছে? "না তস্য প্রতিমা অস্তি" ― এতটুকু মন্ত্রে তো ঈশ্বরের বর্ণনা হয়নি নিশ্চই। যেমন "তোমার বাবা কুকুর" আর "তোমার বাবা কুকুর পোষেন" এই দুটো তো এক জিনিস নয়। তাই তো?
11:13আজ্ঞে না। মানে .. ওই জাকির নায়েকের ভিডিও গুলোতে দেখেছি, তিনি অনেক লোককে বেদ, উপনিষদ থেকে রেফারেন্স তুলে কথা বলে চুপ করিয়ে দিয়েছেন। এমনকি আপনাদের বড় বড় বিজ্ঞরাও তাঁর কাছে চুপ করে গেছেন।
11:14কই দেখি তো...
11:18 এটা দেখুন।
কিন্তু রবিশঙ্কর তো বলেছেন জাকির নায়েক তাঁর সঙ্গে কুতর্ক করছিলেন। তাই তিনি আর কোনো জবাব দেননি। এই ভিডিও টি দেখুন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে জাকির নায়েক বিষয়বস্তু থেকে সরে গিয়ে নিজের সুপ্রিমেসি দেখানোর চেষ্টা করেছেন। এবং তিনি অপমানিত বোধ করেছিলেন কারণ,তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল হিন্দু মুসলিম ভাতৃত্বে বিষয়ে কথা বলার জন্য। কিন্তু অতিথি হিসেবে নিয়ে গিয়ে জাকির নায়েক তাঁর পুস্তকের সমালোচনা করতে শুরু করেছিলেন। এটা তো ভালো মানুষের লক্ষণ নয়।
তাঁর প্রতিমা নেই ঠিকই কিন্তু তাঁকে সেই বেদে 'সহস্রশীর্ষ পুরুষ' বলে উল্লেখ করেছে। শুধু তাই নয়। বেদের প্রথম মন্ত্রটি অগ্নির উপাসনা করে। এখানেই শেষ নয়। বেদের মন্ত্র পড়েই আমরা বিভিন্ন বিবাহ, শ্রাদ্ধকর্ম গুলো করি। যদি তোমার কথা মতো নিরাকার ঈশ্বরের উপাসনা কেই সমর্থন করতে হয়। তবে সেটা বৈদিক মতেই সমর্থন করার চেষ্টা করবো। ইসলাম বা খৃস্টান মতে নয়।
11:20
আপনার বৈদিক মতে নিরাকার ঈশ্বর সম্পর্কে কি বলেছে? মূর্তি পূজা সম্পর্কে কি বলে?
11:30 বিস্তারিত বলছি শুনুন। হিন্দুরা যে ইশ বা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন। সেই ঈশ্বর কোনো ব্যক্তি বা চরিত্র বিশেষ নয়। ইষ্ট বা যিনি অনিষ্টকে নাস করেন, তিনিই ঈশ্বর। যেমন পিতা মাতা, স্বামী এনারাও এক প্রকার ঈশ্বর। কিন্তু যিনি এঁনাদের সকালের ঈশ্বর তিনি হলেন জগদীশ। এখানে প্রশ্ন হলো এই জগদীশ্বর টা কে??
কোনো কোনো পূরাণে বিষ্ণুকে বলা হয়েছে। আবার কোনো কোনো পূরাণে শিব, কালি গণেশ, বা সূর্যকে বলা হয়েছে। কিন্তু সকল পুরাণ শাস্ত্র গুলো এক বাক্ক্যে স্বীকার করেছে। এই শিব, কালি, গণেশ, সূর্য,সকলেই এক এবং অদ্বিতীয়। সেই জন্য আপনি দেখে থাকবেন। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবীদেবতাদের এক শরীরে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে বিশাল স্বরূপ। যার স্বরূপের আদি অন্ত নেই। সেটাই অমূর্ত বা নিরাকার।
সেই বিশাল স্বরূপ তো কেউ কোনোদিন কেউ দেখতে পায়নি। তাই তাঁর সেই স্বরূপের যে কোনো একটি রূপকে ইষ্ট জ্ঞান করে সাধনা করতে থাকলে সাধক তাঁর কৃপায় মোক্ষ প্রাপ্ত হন। অর্থাৎ জীবত্ব থেকে উদ্ধার পেয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যান। সে যেই পরমেশ্বরের সাধনা করছিলেন, সেই পরমেশ্বরে একাকার হয়ে যায়। এই প্রক্রিয়াই মূর্তি পূজার উদেশ্য। যোগ শাস্ত্রে এই পূজা বিধিকে সবিকল্প সমাধি এবং ঈশ্বরেএকাকার হয়ে যাওয়া কে নির্বিকল্প সমাধি বলা হয়েছে।
11:31
ধন্যবাদ দাদা। বিস্তারিত জানানো জন্য। অনেক নতুন কিছু জানলাম। আগামীতে আরো কিছু জানার ইচ্ছা রাখি। হিন্দু ধর্ম সম্পর্কে আমার গভীর শ্রদ্ধা আছে। আল্লাহ তায়ালা আপনার ওপর কৃপা বর্ষণ করুন।
12:00
কথা বলে ভালো লাগলো। আপনি একজন ভালো শ্রোতা। আপনি অন্যদের মতো কুতর্ক বা কুযুক্তি প্রয়োগ করেননি। আমাদের এই এই কথোপকথন আমি অনলাইনে প্রকাশ করবো। আপনকেও ধন্যবাদ 😊🙏
12:00