Nourin Azmin প্রশ্ন টা সেখানে নয়, ভগবান নিজেকে বাঁচাতে পারলো কি না। প্রশ্নটা হলো, "ওরা কারা যারা মূর্তি ভাঙ্গে? ওরা কারা যারা ঈর্ষা করে?" ওরা তো মানুষ নয়। ঠিকই বলেছেন মূর্তি নিজেকে বাঁচাতে পারলো না। কিন্তু সে শিখিয়ে দিয়ে গেলো, ঋষিদের পরম্পরা ত্যাগ করে যারা আরব্য বরবরতাকে গ্রহন করেছে তারা মানুষ হতে পারেনি। কারণ, ইশ্বর হাত দিয়েছে সেবার জন্য, হাত দিয়েছে গঠন করার জন্য।
তাই আমাদের এই হাত যদি ওঠে, তবে তোমাকে আশীর্বাদ করবে।
তুমি সেই আল্লহর স্মরণে যাও, যিনি কাফেরদের ঘৃনা করতে শিখিয়েছে।
হ্যা, আমরা নিজের ইষ্ট দেবের মূর্তি বানাই। তাকে পুজা করি। যেভাবে, তিনি আমাদের তৈরী করেছেন, আমাদের সেবা করেছেন। আমরাও তাঁরই সন্তান। তাই তাঁর অনুকরণ করি। তাঁর মূর্তি তৈরী করে, তাঁকে প্রাণ দেওয়ার চেষ্টা করি। সেই মূর্তি নড়ে না। কথা বলে না। নিজেকে রক্ষা করতে পারে না। আমাদের কি ভাবে রক্ষা করবে? তাই না?
ঈশ্বর আমদের Bodyguard বা দাস নয়। আমাদের মনের আশা পূরণ করার জন্য তাকে পুজা করি না বরং আমরা তার দাস। তাঁর ইচ্ছাই যেন পূর্ন হয়। তিনি তো মঙ্গলময়। তিনি যা দেন তাই গ্রহন করি।
তাকে রক্ষা করতে না পেরে আমরা দুঃখ পাই। তার মতো সামর্থ আমাদের নেই। তিনি সামর্থবান তাই, ভারত উর্বর আর আরব মরুভূমি। যেখানে নদী আমাদের মা। দেশ আমাদের ধরনী, ইশ্বর সেই ধরনীতে আপনাদের পালন করছে।
আল্লাহর কৃপায় শিক্ষিত ইঞ্জিনিয়ার লাদেন হয়। কিন্তু ভগবানের কৃপায় ডাকাতও বাল্মীকি হয়। আল্লাহ এক এবং একমাত্র ইবাদত যোগ্য। ঈশ্বর এক এবং যথা তথা পূজনীয়। ইশ্বর তাঁর সেবার জন্য Tax নেন না, তিনি ভাবগ্রহী। তাই, We are not same!